মিলন বৈদ্য শুভ, রাউজান উপজেলা প্রতিনিধি:-
রাউজানের উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর সহধর্মিণী প্রয়াত ভক্তিমতি ঝরণা রাণী চৌধুরীর স্মরণসভা।
উক্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয় তাঁদের প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গণে। সমিতির সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রয়াতার ভক্তিজীবন ও অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি মাস্টার অজিত কুমার শীল এবং অধ্যাপক ডা. প্রণয় মজুমদার।
সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। এছাড়া স্মৃতিচারণায় অংশ নেন শান্তি সমিতির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বসন্ত কুমার দে, সহ-সভাপতি অচ্যুত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শিবু খাস্তগীর।
আলোচকবৃন্দ প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আদর্শ ও সেবামূলক জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজে তাঁর মতো মহিয়সী নারীর অবদান চিরস্মরণীয়। বক্তারা তাঁর জীবনের সৃজনশীল কর্মকাণ্ড, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত তুলে ধরেন এবং আলোকিত সমাজ গঠনে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
পরিশেষে, প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.