মহা পবিত্র খাজাবাবার ফাতেহা শরীফ পালনে প্রস্তুত জাকের মঞ্জিল

- আপডেট সময় : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর।
খাজাবাবা ফরিদপুরীর (কু.ছে.আ.) দুই দিনব্যাপী ফাতেহা শরীফ-২০২৪ পালনের জন্য ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল ও ১ মে এ ফাতেহা শরীফ পালন হবে।
বিশ্ব জাকের মঞ্জিল সূত্রে থেকে জানা যায় যে, ৫৮ টি ডিপার্টমেন্ট একযোগে মহামিলন মেলার সার্বিক কর্মকা- বাস্তবায়নে কাজ করবে।
পীরজাদা খাজা মাহফুযুল হক মুজাদ্দেদি ও পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সব কাজের সামগ্রিক তত্ত্বাবধান ও পরিচালনা করছেন।
দেশ-বিদেশের লাখ লাখ শান্তিকামী মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, বর্ণের মানুষ মহাসম্মেলনে সমবেত হবেন।
হযরত শাহ্সূফী খাজাবাবা ২০০১ সালের ৩০ এপ্রিল, দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন।
বিশ্ব ওলী কেবলাজান হুজুর দেশ-বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরিফ (ওফাত লাভ) নেন। শোকবিধুর এ দিবসে প্রতি বছর অত্যন্ত বেদনাঘন আবহে ২ দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মাগরিব নামাজ আদায়ের পরে ২ রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা।
আর এই ২ দিনের অনুষ্ঠানমালায় ওয়াক্ত নামাজের সঙ্গে নফল ইবাদত-বন্দেগি, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আজকা, ফাতেহা শরীফ পাঠ, দরুদ শরীফ পাঠ, বিশ্ব ওলী কেবলাজান ছাহেব রচিত নসিহত পাঠ এবং সাহরির পর রাতের শেষভাগে আল্লাহর রহমত কামনা করে ‘ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম’ নাম ধরে এবং রাসূলে পাক (সাঃ) কে ‘ইয়া রাহমাতাল্লীল আলামীন’ স্মরণ করে রোনাজারি অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে দ্বিতীয় দিন, বুধবার (১ মে) দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালা শেষে বাদ আসর পূণরায় বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে শোকঘন ফাতেহা শরীফ।