মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৪ তারিখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নির্ধারিত আয়োজনের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহান স্বাধীনতার স্থপতি, সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সকল সদস্য এবং স্বাধীনতা সংগ্রামে আত্নবলিদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.