
মোহাম্মদ মাসুদ:-
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)-এর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী'র গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র শ্রদ্ধা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪১তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে তিনি বাংলাদেশী জাতির ইতিহাসে এক অনন্য নাম। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের এনে দিয়েছে বিজয়ের সূর্য। তিনি শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার, যাঁর সুদূরপ্রসারী কৌশল ও দূরদর্শিতা স্বাধীনতা সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। স্বাধীনতার পরও তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেশপ্রেম, নীতি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
তাঁর সম্মানে, আজ জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.