মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে তমাল বৈদ্য (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার জেরে রোববার (১৮ জুন) রাত থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৌহিদি জনতা তমালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।
ঘটনার বিষয়ে ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘অভিযুক্ত তমালের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ছিল। বৃহস্পতিবার সকালে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.