এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:
যশোর জেলার মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান তাঁর পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিক দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে আবারও যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন। এটি তাঁর কর্মজীবনে দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ে এ সম্মানজনক স্বীকৃতি অর্জন।
এ উপলক্ষে সম্প্রতি জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি মোঃ বাবলুর রহমান খানের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব আবুল বাশার এবং সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল জনাব এমদাদুল হক।
অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব রওনক জাহান বলেন, "ওসি বাবলুর রহমান খান শুধু আইনের সুশাসনই নিশ্চিত করছেন না, তিনি থানাকে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। তাঁর পেশাদারিত্ব, দুর্নীতিমুক্ত মনোভাব এবং অপরাধ দমনে দৃঢ় অবস্থানই তাকে বারবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে প্রমাণ করেছে।"
ওসি বাবলুর রহমান খান মনিরামপুর থানায় যোগদানের পর থেকেই অপরাধ নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে অসংখ্য সফল অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, গ্রাম্য সংঘাত নিরসনসহ নানা সামাজিক সমস্যায় তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিং নীতির কারণে থানার প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ মনিরামপুর গঠনে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আবারও মনোনীত হওয়ায় ওসি বাবলুর রহমান খানকে যশোর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, মনিরামপুর থানা স্টাফ এবং এলাকার সচেতন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.