মনিরামপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মনিরামপুর:যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক এবং মনিরামপুর থানা বিএনপির সিনিয়র সভাপতি আলহাজ্ব এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের অন্যতম মৌলিক অধিকার। উপজেলা পর্যায়ের চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে সাধারণ মানুষ অল্প সময়ে মানসম্মত চিকিৎসা পাবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিশাত তামান্না বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে উপজেলার সাধারণ মানুষ দ্রুত ও মানসম্পন্ন চিকিৎসা সুবিধা পায়।
সভা শেষে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা দিক নির্দেশনা প্রদান করা হয় এবং কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।