মনিরামপুরে সম্প্রীতির বার্তা নিয়ে মহানাম যজ্ঞে সাংবাদিক নেতা জাকির হোসেন

- আপডেট সময় : ০৮:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার সুবলকাটি ও প্রতাপকাটি এলাকার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। ধর্মীয় ভাবগম্ভীরতা, আধ্যাত্মিক পরিবেশ এবং সামাজিক সম্প্রীতির অনন্য এক মেলবন্ধন তৈরি হয় পুরো আয়োজনে।
১৪ জুন রাতে, আনুমানিক ১১টার দিকে, যজ্ঞস্থলে উপস্থিত হন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন।
স্থানীয়দের ভাষ্যমতে, জাকির হোসেনের আগমন ছিল অনুষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক মুহূর্ত। তাঁর উপস্থিতি ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেয়, তেমনি আয়োজকদের মনেও নতুন উদ্দীপনার সঞ্চার করে। ধর্মীয় পরিবেশে তার অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা ও সংস্কৃতির প্রতি তাঁর অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক মেম্বার হাজ্জাজ হোসেন, সাবেক মেম্বার মোজাম্মেল হক মুন্না এবং যুব বিভাগের সদস্য কাজল, আইয়ুব, ফরহাদ, আনিচসহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি।
একজন সাংবাদিক নেতা হিসেবে জাকির হোসেন কেবল সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ নন—সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ, উপস্থিতি এবং অংশগ্রহণ তাঁকে একজন দায়িত্বশীল ও জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয়দের মন্তব্যে উঠে এসেছে, “ধর্ম-বর্ণ নির্বিশেষে জাকির হোসেন আমাদের সবার নেতা। তার মতো মানুষের উপস্থিতিই আমাদের এই ধরনের আধ্যাত্মিক আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।”