মনিরামপুরে বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত তিন
- আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলায় আজ রোববার (৬ জুলাই ২০২৫) দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় ঢাকা মেট্রো-জ ১১-১৩-১৪ নাম্বারের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্তত তিনজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৫) এবং মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে নাজমুল শেখ (৪০)।
আহতদের মধ্যে রয়েছেন গোপালপুর গ্রামের মোকলেছ মোড়লের ছেলে সোয়েব আক্তার, জালঝাড়া পূর্বপাড়া গ্রামের রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আহতদের প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম গাজী জানান, “বাসটি ইচ্ছাকৃতভাবে ভ্যানের গায়ে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যেতে চাইছিল। এসময় পথচারী নাজমুল শেখ বাসটিকে থামাতে গেলে চালক তাকেও চাপা দিয়ে পালিয়ে যায়।”
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে বেগারীতলা এলাকায় বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক বাসচালক আব্দুল গনি (৩৫), যিনি উপজেলার চালুহাঁটি গ্রামের খোকন মোড়লের ছেলে।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বাস ও চালককে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।



















