
এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া দক্ষিণ পাড়ার মানুষমরা বিলে বজ্রপাতে আতিয়ার সর্দার (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার (১ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার সর্দার প্রতিদিনের মতো সেদিনও বাড়িতে খাওয়ার জন্য ফাঁস জাল নিয়ে মানুষমরা বিলে পুঁটি মাছ ধরতে যান। বিলের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি। এ সময় মাছ ধরার একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সন্ধ্যা ঘনিয়ে এলেও আতিয়ার সর্দার বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাতের দিকে মানুষমরা বিলে তার দেহ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তার হাতে তখনও মাছ ধরার ফাঁস জাল জড়ানো ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।
আতিয়ার সর্দার শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং মাছ ধরা ছিল তার নেশা ও ভালোবাসা। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.