মনিরামপুরে প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই নগদের কর্মকর্তা ও চালক মারধরের শিকার

- আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলার জামতলা এলাকায় দিনদুপুরে একটি প্রাইভেট কার থামিয়ে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদের এক কর্মকর্তা ও গাড়িচালক মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ১৭ জুন ২০২৫ মঙ্গলবার সকালে। ছিনতাইয়ের শিকার গাড়িটির নম্বর ঢাকা মেট্রো -গ ১৫ -৫৯-২৩।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগদের একটি প্রাইভেটকার ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দুইজন মোটরসাইকেল আরোহী এসে গাড়িটিকে ঘিরে ফেলে। ফাঁকা সড়কে গাড়িটি থামিয়ে তারা হঠাৎ করেই হামলা চালায়। নগদের কর্মকর্তা জানান, তারা মোটরসাইকেলে আমাদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিল। সুযোগ বুঝে জামতলা এলাকায় আমাদের পথরোধ করে গাড়ির জানালায় আঘাত করে এবং আমাদেরকে জোরপূর্বক নিচে নামিয়ে মারধর করে।
নগদের কর্মকর্তার ভাষ্যমতে, “আমরা রাস্তা ফাঁকা দেখে একটু ধীরগতিতে যাচ্ছিলাম, ঠিক তখনই দুইজন মোটরসাইকেল আরোহী এসে আমাদেরকে ঘিরে ফেলে। হঠাৎ করেই তারা গাড়ি থামাতে বাধ্য করে এবং মারধরের মাধ্যমে গাড়ির ভেতরে থাকা নগদ ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।”
ঘটনার পরপরই আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, এমন একটি গুরুত্বপূর্ণ অর্থ বহনের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে। তারা বলেন, এত বিপুল পরিমাণ অর্থ বহনের সময় সশস্ত্র নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।