এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
২০ মে:মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামে পুলিশের নির্ভরযোগ্য সোর্স কামরুল ইসলামের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকবিরোধী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এই নির্মম হামলার শিকার হন তিনি।
ভোর আনুমানিক ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে ছিলেন কামরুল ইসলাম। সেই সময় কদমবাড়িয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মফিজুরের ছেলে মাসুদ, বিচারক জাকারিয়ার ছোট ভাই আবু সিনহা এবং আরও ৮-৯ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ঘরে ঢুকে কামরুলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
হামলার সময় তার ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সন্ত্রাসীরা দুটি মোবাইল ফোন, নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
পরে স্থানীয়দের সহায়তায় কামরুলকে উদ্ধার করে পুলিশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই বর্বর হামলার নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কামরুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.