মনিরামপুরে গতি পেয়েছে উন্নয়ন কার্যক্রম— ইউএনও নিশাত তামান্নার দায়িত্বশীল নেতৃত্বে নতুন আশার আলো

- আপডেট সময় : ১০:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নে বিরাজমান কিছু গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
এই পরিদর্শনকালে তিনি ইউনিয়নের একটি পুরনো বিরোধীয় জমি সংক্রান্ত সমস্যার সমাধান প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং ইউনিয়ন পরিষদের গেট নির্মাণ সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শুধু তাই নয়, তিনি টিসিবি কার্ড অ্যাক্টিভেশন কার্যক্রম এবং ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের উদ্দেশে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। তার উপস্থিতি ও তৎপরতা ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি এনে দিয়েছে।
নিশাত তামান্না একজন উদার ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশাসক। তার প্রতিটি পদক্ষেপ মনিরামপুরের সাধারণ জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এলাকাবাসীর কথায় উঠে এসেছে প্রাণের সুর—
“এই ইউএনও ম্যাডাম যদি আগে আসতেন, তাহলে মনিরামপুরের প্রতিটি ইউনিয়নের চেহারাটাই বদলে যেত।”
তার নেতৃত্বে মনিরামপুর এখন একটি দায়িত্বশীল, জনবান্ধব ও গতিশীল প্রশাসনিক ধারায় প্রবেশ করেছে।
তিনি যে কেবল অফিসে বসে কাজ করেন তা নয়, বরং সরেজমিনে গিয়ে জনগণের সমস্যা বোঝার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। এটি একজন প্রকৃত জনগণের প্রশাসকের পরিচয় বহন করে।
মনিরামপুরবাসীর প্রত্যাশা— ইউএনও নিশাত তামান্নার মতো সৎ, নিষ্ঠাবান ও দায়িত্ববান কর্মকর্তা যদি দীর্ঘদিন দায়িত্বে থাকেন, তবে এ অঞ্চলের উন্নয়ন হবে বাস্তব ও দৃশ্যমান।