এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর:
যশোরের মনিরামপুর উপজেলার মুন্সীখানপুর গ্রামে পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিশ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মনিরামপুর থানার সাহসী ও চৌকস কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে উপজেলার মাদক নির্মূল অভিযান যেন এক নতুন গতি পেয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় এবং মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাবলুর রহমান খান এর দক্ষ তত্ত্বাবধানে গত ২৫ জুলাই ২০২৫, রাতভর মুন্সীখানপুর এলাকায় চালানো হয় বিশেষ মাদকবিরোধী অভিযান।
অভিযান পরিচালনা করেন এএসআই শহিদুল ইসলাম ও এসআই মোঃ শাহিনুর রহমান (পিপিএম), সংগীয় ফোর্সসহ। অভিযানে মুন্সীখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।
ঘটনার প্রেক্ষিতে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মাদক মামলা (মামলা নং-১৮, তারিখ ২৬ জুলাই ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এএসআই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে চলেছেন। তার নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্ব মাদক চক্রের আতঙ্কে পরিণত হয়েছে। এলাকার সচেতন মহলও তার ভূমিকার প্রশংসা করেছেন।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.