এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুরঃ যশোরের মণিরামপুরে ছোট ছোট নৃত্য ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন "সংশপ্তক" এর আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজন ছিল শিশুদের এক আনন্দঘন ও বৃষ্টিস্নাত মিলনমেলা।
সন্ধ্যায় খুদে শিল্পীদের নৃত্য, সংগীত ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরিবেশনা শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধকারী উপহারসামগ্রী। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির পাঠশালা "সংশপ্তক" এ উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে সংশপ্তক শিল্পী সংগঠনের সভাপতি মোঃ সাইফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিল্পীদের উৎসাহিত করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সাংস্কৃতি-প্রেমী নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশুদের সাথে ফটোসেশনে অংশ নিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.