এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মণিরামপুর উপজেলার খানপুরের জিন্দারবিল মাঠে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম প্রশান্ত কুমার পাল (২৬)। তিনি উপজেলার সিলুমপুর গ্রামের অর্ণ পাল-এর ছেলে এবং মণিরামপুর থানা মোড় এলাকায় একটি ব্যবসা পরিচালনা করতেন।
২১ মে সকালে মাঠে কাজ করতে যাওয়া স্থানীয়রা ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে, মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি প্রশান্ত কুমার পাল বৈবাহিক বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও তিনি একই স্থানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে সেবার তাৎক্ষণিক চিকিৎসায় তিনি প্রাণে বেঁচে যান। ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.