এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মণিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে ২০২৫) গভীর রাতে উপজেলার মুন্সি খানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে মণিরামপুর থানা পুলিশ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূর মোহাম্মদ গাজীর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) তারা মিয়া, এএসআই শহিদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মুন্সি খানপুর গ্রামের আব্দুস সামাদের বাঁশবাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে স্থানীয় বাসিন্দা মোঃ রিপন হোসেন (২৯), পিতা মোঃ আব্দুস সামাদকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫,০০০ টাকা।
এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ: ১২/০৫/২০২৫) দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিবৃতি (এএসআই শহিদুল ইসলামের পক্ষ থেকে):
"মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের সমাজের ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে। মণিরামপুর থানা পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের এই তৎপরতা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা এবং ওসি মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এই লড়াই আরও শক্তিশালী করে তুলতে চাই।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.