মণিরামপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই ‘মাটির মায়া’ ক্যাম্পে ভূমি কর সংক্রান্ত নানা ফ্রি সেবা দেওয়া হয় সেবা গ্রহীতাদের মাঝে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলাকে ঘিরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে শেষ হয় উপজেলা পরিষদের হলরুমে।
পরে, ভূমি আইন সংস্কার ও কর প্রদানে সচেতনতা বাড়াতে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদূমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মো. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, স্বচ্ছতা ও কর প্রদান বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।