মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা বিজয়ীর মুকুট কালো ময়না’র মাথায়

- আপডেট সময় : ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর:যশোরের মণিরামপুর উপজেলায় গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসবের প্রাণ ‘ষাঁড়ের লড়াই’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ জুন) উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের মাঠে দিনব্যাপী এ আয়োজন স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ তৈরি করে।
ভরতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাহারি নামের ও দৈত্যাকৃতির শক্তিশালী ষাঁড় নিয়ে অংশগ্রহণ করেন রাখালরা। সকাল থেকেই ভিড় জমতে থাকে নারী-পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের উপচে পড়া আনন্দে। দীর্ঘদিন পর গ্রামীণ লোকজ ঐতিহ্যের এমন এক ব্যতিক্রমী দৃশ্য দেখতে পেরে আনন্দে ভাসেন আগত দর্শনার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় ছোট মিলনের লালন-পালনে থাকা ‘কালো ময়না’ নামের ষাঁড়টি, যা একে একে ৩০টি প্রতিদ্বন্দ্বী ষাঁড়কে পরাজিত করে চূড়ান্ত বিজয়ের মুকুট অর্জন করে। বিজয়ী ও রানার্সআপ ষাঁড়ের রাখালদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন।
ভরতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এড. মকবুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আয়ূব আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ শাহীনুর রহমান, মোঃ শরিফুল ইসলাম শরিফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বৃষ্টির মধ্যেও প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা হাজারো দর্শনার্থী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ঐতিহ্য যেনো হারিয়ে না যায়, প্রতি বছরই এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করছি।”
আনন্দঘন পরিবেশে, বৃষ্টি উপেক্ষা করেই দর্শকরা যেমন মেতে উঠেন আনন্দে, তেমনি রাখাল ও ষাঁড়ের সাহসিকতা ছিল চরম উত্তেজনায় ভরপুর। দিনশেষে আনন্দ, ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় গ্রামীণ বাংলার প্রাণের খেলা – মণিরামপুরের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।