এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মণিরামপুর:-
যশোরের মণিরামপুর পৌর শহরের দুর্গাপুর গ্রামে সিয়াম আহম্মেদ (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার কিছু পর নিজ বাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত সিয়াম দুর্গাপুর গ্রামের মো. মাহাবুর রহমানের একমাত্র ছেলে। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সিয়াম কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ঘটনার দিন সন্ধ্যায় সিয়াম তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ পরেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মণিরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে তা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
সিয়ামের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিল সে। মানসিক চাপে ভেঙে পড়ে এবং এই পথ বেছে নেয়। তবে এলাকাবাসীর মধ্যে অন্য মতও রয়েছে। অনেকেই ধারণা করছেন, প্রেমঘটিত কোনো জটিলতার জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
তরুণ বয়সে একজন শিক্ষার্থীকে এভাবে হারিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সিয়াম অত্যন্ত ভদ্র, শান্ত ও নম্র স্বভাবের ছেলে ছিল। তার এই অকালমৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল এবং আইনগত প্রক্রিয়া চলমান ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.