মডেল গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলাকে সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভায় সমবায় দর্শন অনুযায়ী একটি করে গ্রামকে উন্নত ও আধুনিক গ্রামে রূপান্তর করা হবে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
দেবহাটা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার ১৭ অক্টোবর সকাল ১১ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম নিবন্ধন(প্রশাসন, মাসউ ও ফাইল্যান্স, সমবায় অধিদপ্তর ঢাকা) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও: অলিউল ইসলাম, ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা বলেন, প্রকল্পের অগ্রগতি কি ভাবে উন্নয়ন করা যাবে, বিভিন্ন দিক সহ সংশ্লিষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে সরকারি উদ্যোগে কি ভাবে গ্রামগুলোকে উন্নত ও আধুনিক করার লক্ষে কাজ করা যাবে সেই সকল বিষয়ের উপর আলোচনা করা হয়।