মঠবাড়ীয়া সাব রেজিষ্টার অফিসের বিরল চিত্র

- আপডেট সময় : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর।
সামাজিক অবক্ষয়ের একমাত্র অভিশাপ হচ্ছে সুদ,ঘুষ,অ সামাজিক কার্যকলাপ।আর এই কার্যকলাপের কারনে সমাজ হচ্ছে ভুলুন্ঠীত,জড়াজীর্ন অন্ধকারে নিমজ্জিত।নিচের চিত্রটি হচ্ছে পিরোজপুরের মঠবাড়য়া উপজেলার সদর সাবরেজিষ্ট্রােরের অফিস কার্যালয়।আমি নিজে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত সরকারী অফিসের চিত্র।আমার একটা দলিল ছিল লেখক ছিল কবির মোক্তার দলিলটি জমা দিয়ে মেইন অফিসের সামনে বসা।কিন্তু সাবরেজিষ্টার সাহেব তার খাস কামড়ায় বসে চুক্তি ভিত্তিক লেন দেনের মাধ্যমে দলিল গুলো স্বাখ্র করে।তার খাস কামরায়ই ছিল গেপনীয় কপাট আটকানো ঘুষ লেনদেনের আখড়া।আমাকে ডাক দিল।দলিল করতে হলে ১০,০০০ টাকা লাগবে।দলিলটি ফেরত দিল।আমি তাৎক্ষনিক আইন সচিব মহোদয় কে ফোন করি।সে অভিযোগ দিতে বলায় খবরটি মাইনুল পেসকার আমাকে নিষেধ করল এবং দলিলটি করে দিল।কিন্তু মোক্তার কবির এখন ও আমার কাছে ১০,০০০ হাজার টাকা দাবী করে।কোথায় মানবতা।কোথায় সততা।এই বানিজ্য মঠবাড়ীয়ার কিছু কিছু অৈিসে দেখা যাচ্ছে।