স্টাফ রিপোর্টার মঠবাড়ীয়া পিরোজপুর:বসন্তের কোকিল।সুসময়ের বন্দু।বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর যারা আর্থিক,মানসিক বাড়ীতে ভুরি ভোজ করানো লোভী লোকজন এখন বিএনপির পদ পদবীতে।গত কয়েক দিন পুর্বে বিএনপির সহস্রাধীক ত্যাগী কর্মী টিকিকাটা ইউনিয়নে বিশাল এক মানববন্ধন করে।
তাহারা মানববন্ধনে দাবী করেন পিরোজপুর জেলার কমিটি গঠনের দায়িত্ব বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক রওনাকুল ইসলাম টিপুর উপর নীতি নির্ধারকরা অর্পন করেন।কিন্তু কথায় আছে চোরে শোনেনা ধর্মের কাহিনী। বিগত ১৬ বছরের অনাহারে অর্ধাহারে থাকা কুম্বকর্ন ত্যাগী ও মামলা হামলার স্বীকার কর্মীদের বাদ দিয়া ফ্যাসিষ্ট দোসরদের দ্বারা ওয়ার্ড কমিটি গঠন করেন।দলের গঠনতন্ত্র উপেক্ষা করে ১৬ বছর আওয়ামীলীগের দোসরদের কমিটির পদপদবীতে অন্তর্ভুক্ত করেন।বিনিময় কোটি টাকা হাতিয়ে নেয় উক্ত রওনাকুল।আর এর মুলে রয়েছে মঠবাড়ীয়া উপজেলা বিএনপির আভ্যন্তরীন কোন্দল।কোটি কোটি টাকার বিনিময় ১৬ বছরের ত্যাগী কর্মীদের বাদ দিয়া নবাগতদের দ্বারা কমিটি গঠন করলে একদিকে বিএনপি দুর্বল অন্যদিকে ফয়াসিষ্টরা পুর্নবাসিত হল।দুঃসময়ে কুনো ব্যাংগের মত লাফ দিয়ে লীগ হয়ে যাবে।
আর ত্যাগীরা যদি বিএনপি থেকে বাদ পরে তাহলে বিএনপির দল হবে দুর্বল।অর্থ হবে অতি লোভে তাতী নষ্ট।
[video width="384" height="96" mp4="https://dainikbangladesherchitro.com/wp-content/uploads/2025/09/VID-20250901-WA0000.mp4"][আমরা সত্য প্রকাশে আপোষহীন ]
কথিত ৯ নং সাপলেজা ইউনিয়নে ০৯ টি ওয়ার্ড কমিটি গঠন করে রওনাকুল।০৯ টি ওয়ার্ডে ০৯×৫১=৪৫৯ জন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছে।২৭ জন সভাপতি,সেক্রেটারী,সাংগঠনিক হলে ও ২০ জন ই গত ফ্যাসিষ্টদের মিছিল,মিটিং,বক্তৃতা,কোরান শপথ কেন্দ্রের দায়িত্বে ছিল।আর ১৬ বছরে মামলা হামলা,কারাবরনকারীরা প্রায়ই হয়েছে বঞ্চিত।নিম্ন ছবিতে বর্নিত গোলাম কবির টাকার দাপটে ৩ নং খেতাছিড়ার সভাপতি হয়েছে।এই কবির আনেয়ার হোসেন মঞ্জুর নির্বাচনে ছোট কোরান শরীফ নিয়ে লক্ষ লক্ষ টাকার লিলা খেলা আর ভোটারদের শপথ করেছিল।১৬ বছরে ডাঃ ফরাজীর সাথে ফুলের মালা দিয়ে কোরান শপথ করে লিলা খেলায় মেতেছিল।সে যদি হয় সভাপতি।তাহলে রওনাকুলের ভিশন কি হল কি ফ্যাসিষ্ট কে পুর্নবাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.