ভোর রাতে দোকানের তালা কেটে চুরি, ৩দিনে ৩দোকানের মালামাল খালি, সি সি টিভি থাকা সত্বেও সনাক্ত হচ্ছে না চুর, দিশেহারা ব্যাবসায়ীরা।
শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলাস্থ বরমী বাজারের প্রতি রাতে সংঘবদ্ধ চুরি ঘটনায় দিশেহারা দোকান মালিকেরা। আজ এই দোকান তো কাল সেই দোকান, রাতে অন্ধকারে খালিকরে নিয়ে যাচ্ছেচাল, ডাল, তেল, সিগারেট সহ দামী সকল পন্য। শ্রীপুরের মধ্যে শিতলক্ষ্যা নদী তীরে বাজারটি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ট্রলার বোঝায় পাইকারি মালামাল আসে এখানে, মৃলত বাজারটি পাইকারি মালামালে জন্য ক্ষ্যাত। এক দোকান লোটকরলে পিকআপ লোড হয়ে যায় সহজে, আর চুর চক্র এই জন্যই প্রতিরারেই দোকানের তালা কেটে পিকআপ লোড করে খালি করে দিচ্ছে দোকান। নিঃস্ব করে পথে বসিয়ে দিচ্ছে ব্যাবসয়ীদের।
বাজারটিতে এক সাপ্তাহ্ ব্যাবধানে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটে। উল্লেখ যোগ্য - একটি অটোরিকশার দোকান থেকে ব্যাটারী চুরি, ডিজেল পেট্রোল দোকানের সামনে রাখা ডিজেল ভর্তি ২টি ড্রাম, মুদি দোকানে দামি মালামাল।
উপরোক্ত ঘটনাগুলোর সি সি টিভি ফুটেজ রয়েছে, ফুটেজে পরিলক্ষিত চুর চক্র ১টি পিকআপ নিয়ে টার্গেট করা দোকানের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জনশুন্যতা নিশ্চিত হয়ে অত্যাদুনিক হাইড্রলিক্স কেবল কাটার দিয়ে নিমেষে দোকানে তালা কেটে ক্ষনিকের মধ্যে দোকানের মালামাল পিকআবে তুলে নিয়ে চম্পট হয়ে যাচ্ছে।
বাজারের পরিধি তুলনায় যে কয়েকজন নিরাপত্তা কর্মী রয়েছে সে তুলনায় অপ্রতুল।
যদিও বাজারে বণিকদের একটি সংগঠন রয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনের পর দলীয় কোন্দলের কারণে জোরালো ভূমিকা পালন করতে সক্ষমতা দেখাতে পারছেনা। কিন্তু বণিক সমিতির সাপ্তাহিক নুনতম চাঁদা ২০-৩০ টাকা করে দিয়ে যাচ্ছে বণিকেরা। এই নিয়ে আরও বেশি ক্ষুব্ধ দোকানদার /বণিক/ ব্যাবসায়ীরা।
এবিষয়ে ব্যাবসায়ীগণ দিশেহারা হয়ে গত ১৩ ফেব্রুয়ারি) রাতে জরুরী বৈঠক করেন, একের পর এক চুরির ঘটনা লিখিত আকারে শ্রীপুর মডেল থানার পুলিশ ইনর্চাজকে অবহিত করেন। এর আগে চুরি হওয়া দোকানের মালিরা পৃথক পৃথক ঘটনার উল্লেখ্য করে, ও সি সি টিভি ফুটেজ সহ থানায় সাধারণ ডায়েরী করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় অভিযোক্ত কোন আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
ফুটেজটি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন।
লিংকhttps://youtu.be/yn_bXrh3Bc8?si=2r-BKSl1lXnIVmfm
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.