ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা

- আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:- ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ই আগস্ট রোজ শনিবার বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তৌহিদুল হক তৌহিদ ও সাধারণ সম্পাদক জিএম আব্বাসউদ্দীন সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আব্বাস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুর রউফ, ডা: শফিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (রঞ্জু) সবাই এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদকজাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহানারা পারভীন, কার্যনির্বাহী সদস্য জিএম আবু জাফর, সদস্য আফজাল হোসেন, সদস্য ইমদাদুল হক মিলন, সদস্য উত্তম কুমার, সদস্য ইউসুফ আলী, সদস্য আরিজুল ইসলাম ও অফিস সহকারী সালমা খাতুন প্রমূখ।