আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা সীমান্তে বিজিবি হাতে বিভিন্ন প্রকার মালামাল সহ একজনকে আটক করেছে। ৩০ আগস্ট শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি উত্তর পাড়া নামক স্থান থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল।
এ সময় মেইন পিলার ৪/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদাড়ি উত্তর পাড়া নামক স্থান হতে এই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটকৃত এর কাছে থেকে টেপেনটাডল ট্যাবলেট,১০০ এমজি ২৩পাতা, ট্রিপ্রোলিন কোডাইন ফসফেট সিরাপ ১০০ এমএল, ৭ বোতল এই মাদক দ্রব্য জব্দ করেন।
এর আনুমানিক মালের বাজার মূল্য ৭১,৮০০, একাত্তর হাজার আট শত টাকা মাত্র।
আটককৃত ব্যক্তির ঠিকানা মোঃ আবুল বাশার
পিতা-রুহুল আমিন, গ্রাম লক্ষীদাড়ি উত্তর পাড়া, পোস্ট-ভোমরা, সাতক্ষীরা সদর উপজেলা।
এরপর কর্তৃপক্ষের আদেশক্রমে মালামাল সহ আসামীকে সাতক্ষীরা থানায় চালান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.