আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-সাতক্ষীরার ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্স এ্যসোসিয়েশনের নব গঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আওয়ামীলীগ সরকার পতনের পর ঘুরে বসেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি- রপ্তানি কার্যক্রম।
ভোমরা কাস্টম সি এন্ড এফ এজেন্স এ্যসোসিয়েশনের নব গঠিত আহবায়ক কমিটির প্রধান আহবায়ক মো: হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের জানান, ভোমরা বন্দরের আমদানির রপ্তানি বাণিজ্য অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন কয়েক মাসের ভেতরে অবাদ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে পুনরায় কমিটি গঠন করা হবে, গত কয়েক বছর ধরে ভোমরা কাস্টম সি এন্ড এফ এজেন্স এ্যসোসিয়েশনের কোন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয় নাই, কিন্তু সেটা আমরা করে দেখাবো বলে অবিমত ব্যর্থ করেন।
ভোমরা বন্দর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ ও বন্ধুত্ব বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কারোর সঙ্গে শত্রুতা নয় বন্ধুত্বের বন্ধন অটল রেখে ভোমরা বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, ভোমরা বন্দরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বন্দরের সার্বিক উন্নয়নে সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করার ও কথা বলেন তিনি।
ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান মোঃ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ অহিদুল ইসলাম, মুন্সি রইসুল হক টুকু মাস্টার, মোহাম্মদ আক্তার হোসেন পানি বাবু, আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন মন্টু, মোহাম্মদ জাকির হোসেন,মোহাম্মদ ওয়ালী উল্লাহ, এবং এবাদুল হক প্রমূখ। সবাই এ সময় ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন ভোমরায় স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, দপ্তর সম্পাদক শাহানারা খাতুন রিনা, সদস্য আফজাল হোসেন , এবং সাধারণ সদস্য সাংবাদিক মাস্টার শফিকুল ইসলাম ও অফিস সহকারি সালমা সুলতানা রাখি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.