ভোমরা আইসিপি চেকপোস্ট থেকে ৫ বোতল মদসহ ট্রাক ড্রাইভার ও হেলপার আটক

- আপডেট সময় : ১০:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা:
আজ ৯ জুলাই মঙ্গলবার ভোমরা বিজিবি আইসিপি চেকপোস্টে থেকে ৫ বোতল ভারতীয় মদসহ ট্রাক ড্রাইভার ও হেলপার আটক হয়েছে। সোমবার ভোমরা আইসিপি চেকপোষ্টের সামনে, সীমান্ত মেইন পিলার ০৩ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপিতে বিজিবি কর্তৃক আমদানি রপ্তানি ট্রাক চেকিং এর সময় ভারত থেকে আসার পথে বিজিবি কর্তৃক তল্লাশিকালে ট্রাকের কেবিনে লুকিয়ে রাখা ৫ বোতল মদ উদ্ধা করে বিজিবি। এসময় ওই ট্রাক ড্রাইভার ও হেলপারকে বিজিবি আটক করে এবং ট্রাকটি জব্দ করে। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো – ট ১৬ – ৬৯২৫। ড্রাইভারের নাম শ্রী দুঃখে চন্দ্র দাস। সে যশোর জেলার শার্শা উপজেলার বড় বসন্তপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে। হেলপারের নাম সাইফুল ইসলাম। সে সাতক্ষীরা সদর থানাধীন শাখরা কোমরপুর (মাঝেরপাড়া) গ্রামের মুজিবর রহমানের ছেলে। বিজিবি জানায়, আটক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে সাতক্ষীরা সদর থানায় চালান করা হয়েছে ও ট্রাকটি থানায় জমা দেওয়া হয়েছে।