ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান : নবনির্বাচিত চেয়ারম্যান আলফা

- আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ-
সকল ভেদাভেদ ভুলে যেয়ে উপজেলা বাসীদের কে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করবেন বললেন নবনির্বাচিত চেয়ারম্যান আলফা।
৬ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় কুলিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে বহেরা বাজারে শহীদ মিনারের সামনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একসাথে ফুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মমিনের সভাপতিত্বে ক্রেস ও ফুল বরণ করে নিচ্ছেন কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ দেবহাটা উপজেলার সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। সাবেক জেলা পরিষদের সদস্য দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফিরদাউস আলফাকে। নবনির্বাচিত চেয়ারম্যান আলফা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন, জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী কে সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন। আরো বলেন সকল ভেদাভেদ ভুলে যেয়ে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে থেকে সহযোগিতা করে আমার পাশে থাকলে আমি আমাদের এই দেবহাটা উপজেলাকে মডেল ডিজিটাল একটি উপজেলা গড়তে পারবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দুইবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,মহিলা ভাই চেয়ারম্যান জি এম স্পর্শ। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।