ভিগো প্রেমের পরিণতি: ভারতে পাচারের পথে আটক গৃহবধূ চুয়াডাঙ্গা থেকে উদ্ধার সংসারছাড়া গৃহবধূ

- আপডেট সময় : ০৫:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিগো অ্যাপ’সর মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের চেষ্টা করা হয় এক গৃহবধূকে। ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার সেল ও ডিবি’র তৎপরতায় উদ্ধার হন ওই নারী।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ভিগো অ্যাপে ভারতের নাগরিক ও মানবপাচারচক্রের সদস্য সন্দেহে বিট্টু খান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ওই নারীর। প্রেম ও অর্থের প্রলোভনে পড়ে তিনি স্বামী-সন্তান ছেড়ে চুয়াডাঙ্গা থেকে পাসপোর্ট তৈরি করেন এবং ভারতে যাওয়ার প্রস্তুতি নেন।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঝিনাইদহ সাইবার সেল ও হরিণাকুন্ডু থানা যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় যাওয়ার আগেই চুয়াডাঙ্গা শহর থেকে ওই নারীকে উদ্ধার করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঝিনাইদহ সাইবার সেলের এসএসআই ইকলাছুর রহমান, এসএসআই হাফিজুর রহমান ও হরিণাকুন্ডু থানার এসআই নাহিদ।
পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীর স্বামী হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই ডায়েরির সূত্র ধরে সাইবার ইনভেস্টিগেশন সেল ও থানা পুলিশের যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ইমরান জাকারিয়া বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা ও পাচারের ঘটনা বেড়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।