মোহাম্মদ মাসুদ:-
বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ভারত অনুপ্রবেশের চেষ্টায় অবৈধপথে আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ০৩ জনকে আটক করেছে। অদ্য ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টায় সাবেক এমপি'সহ ০৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত অপর ব্যক্তিরা হলো- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো: হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো: নাঈম চৌধুরী।লেঃ কর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এর ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় সাবেক এমপি'সহ সঙ্গী আরোও ৩জনকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.