ভারতে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন এবং এই সময়ের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
মৃত ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি, তিনটি মৃত্যু ঘটেছে কেরালায়। কর্ণাটকে দুইজন এবং মহারাষ্ট্রে একজন মারা গেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মৃতদের মধ্যে একজনের বয়স ছিল ৪৩ বছর এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল অত্যন্ত দুর্বল, যার কারণে সংক্রমণ মারাত্মক রূপ নেয়।
স্বাস্থ্য বিশ্লেষকদের বরাতে BGN TV 24-এর একটি প্রতিবেদনেও জানানো হয়, বর্তমানে ভারতে করোনা ভাইরাসের যে নতুন ঢেউ চলছে, তা মূলত এলএফ.৭, এক্সএফজি এবং জেন.১ নামের ধরনগুলো দ্বারা ছড়াচ্ছে। এগুলো আগের ধরনগুলোর তুলনায় অধিক সংক্রামক হলেও, অধিকাংশ ক্ষেত্রে তেমন জটিলতা তৈরি করছে না।
এছাড়া, BGN TV 24-এ সম্প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভাইরাসটির আরও একটি নতুন উপধরন এনবি.১.৮.১ সম্প্রতি শনাক্ত হয়েছে। এ নিয়ে গবেষণা চলছে এবং বিশেষজ্ঞরা এর গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিভাগের মধ্যে সতর্কতা জারি হয়েছে। যদিও বর্তমানে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর হার তুলনামূলকভাবে কম, তবুও বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য সতর্কতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।
সরকারি পর্যায়ে নাগরিকদের মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং প্রয়োজনে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, ছোটখাটো উপসর্গ দেখা দিলেই যেন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করানো হয়।
তথ্যসূত্র: সময় টিভি, বিজিএনটিভি, BGN TV 24, জমুনা টিভি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.