শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা।। সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প এলাকায় কালিন্দী নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভারত তাদের অংশে নদী ভাঙন রোধে কারেন্টের খুঁটি ফেলায় অতিরিক্ত পানির চাপে কৈখালী সীমান্তে পাউবোর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে বলে ধারণা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ভারত তাদের অংশে নদী ভাঙন রোধে কারেন্টের খুঁটি ফেলছে। যে কারণে পানির পুরো ঢেউটা বাংলাদেশের বেড়িবাঁধে লাগছে। এ জন্য দিন দিন ভাঙন বাড়ছে।
পাউবোর পক্ষ থেকে জানানো হয়, কালিন্দী নদীর বেড়িবাঁধের ৭০ মিটারের মতো ভেঙে গেছে। ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে।
পরানপুর গ্রামের আমির আলী জানান, গত চার মাস আগে এ জায়গাটায় অল্প ফাটল দেখা দেয়। দিন যত যাচ্ছে ভাঙন ততই বাড়ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, গত কয়েক মাস আগে পরানপুর বিজিবি ক্যাম্পের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। যতদিন যাচ্ছে তত ভাঙনের পরিধি বাড়ছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ভাঙনের পাশ দিয়ে সাপোর্টিং বাঁধ তৈরি শুরু করেছে । তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়।
পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ভারত তাদের অংশে নদী ভাঙন রোধে কারেন্টের খুঁটি ফেলছে। যে কারণে পানির পুরো ঢেউটা বাংলাদেশের বেড়িবাঁধে লাগছে। এ জন্য দিন দিন ভাঙন বাড়ছে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করি কয়েক দিনের মধ্যে ভাঙন রোধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.