মুসফিকুর রহমান ক্রাইম-রিপোর্টার,ঝিনাইদহ:-
বাংলাদেশী ১২ জন যুবতী অবৈধভাবে ভারতে গিয়ে অবস্থান করায় ভারতীয় পুলিশের নিকট আটক হওয়া যুবতীদের বেনাপোল স্থলপথে ট্রাভেল পারমিটের মাধ্যমে ২৯ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন ।
পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করবেন । তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে নিজ ঠিকানায় প্রেরণ করা হবে বলে জানা যায়।
জানা যায়, উক্ত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অবস্থান করায় ভারতীয় পুলিশ কর্তৃক আটক হওয়ার পর ভারতের মানবিক সংস্থা Rescue Foundation রাখা হয়।
পরবর্তীতে বাংলাদেশের জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর এর মাধ্যমে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান বিষয়টি
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.