মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অপহৃত ট্রলার চালক মাহাবুব হাওলাদারের নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালকের মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের তিন নদীর মোহনা কেদারপুর ইউনিয়নের মোল্লার হাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই ট্রলার মাঝি হলেন মাহবুবুল হাওলাদার (৫২)। সে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জের রাহুতকাঠী-শিকারপুর খেয়াঘাটের মাঝি হিসেবে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত যাত্রীবেশে তার ট্রলারে ওঠে। পরে নদীর মাঝপথে গিয়ে তারা মাহাবুবুলকে মারধর করে এবং ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই জামাল ১ ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে নিহতের আপন ভাতিজা সুজন হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সুজন, তার মামাতো ভাই রিয়াদ ও নাইম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকার তিন নদীর মোহনায় অভিযান চালিয়ে মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, গত ৩১ জানুয়ারী রাতে নিখোঁজ হওয়া অভিযান চালিয়ে খেয়া পারাপারের ট্রলারসহ মাঝি মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.