মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
জীবননগর আন্দুলবাড়ীয়ায় ভাইয়ে ভাইয়ে কোপাকুপি রক্তাক্ত ভাই-ভাইপো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারপাড়ায় জামিনদারের চেক ফেরতকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে কোপাকুপির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’ভাই ও ভাতিজা মারাত্মক ভাবে আহত হয়েছে।ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারপাড়ার মোল্যা আলাউদ্দিনের ছেলে আব্দুল হালিম বলেন,আমি আমার চাচা সালাউদ্দিন ঢাকা মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ গ্রহন করেন।
আমি তার জামিনদার হিসাবে তাকে অগ্রণী ব্যাংক শাখায় আমার হিসাব নম্বরের চেক প্রদান করি। আমার উক্ত চাচা উক্ত ব্যাংকে টাকা পরিশোধ শেষে আমার দেয়া চেক উক্ত ব্যাংক থেকে নিয়ে আমাকে বিপাকে ফেলতে আমার প্রতিপক্ষ লন্ড্রী লিটনের নিকট দিয়ে দেয়।
বিষয়টি নিয়ে শুরু হয় বিরোধ। এক পর্যায়ে আমি মঙ্গলবার বিকাল সাড়ে ৬ টার দিকে আমার দেয়া চেক ফেরত চাইলে আমার চাচা মোল্যা সালাউদ্দিন,মোল্যা জালাল উদ্দিন,চাচাতো ভাই রাজিব,লিয়াজ,লন্ড্রী লিটন ও চাচী রোকেয়া খাতুন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে আমাকে ও আমার বাবা আলাউদ্দিনকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে ও মারপিট করে রক্তাক্ত জখম করে।
পরে তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।এদিকে সালাউদ্দিন বলেন,চেক নিয়ে কোন সমস্যা নয়। আমাদের ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সেই ঘটনায় আমার ভাই মোল্যা আলাউদ্দিন ও ভাইপো আব্দুল হালিম হঠাৎ করেই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আমার ওপর হামলা করে আমাকে মারাত্মক ভাবে আহত করে। আমার কানে কামড় দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন,উভয়পক্ষের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় আলাউদ্দিন,সালাউদ্দিন,জালাল উদ্দিন ও আব্দুল হালিম রক্তাক্ত জখম হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.