স্টাফ রিপোর্টার:-
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভা হয়।
বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সভা কক্ষে এ যৌথ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
সভায় উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বহিরাঙ্গন পরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন উপকেন্দ্রের প্রতিনিধি। আরো উপস্থিতি ছিলেন ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ।
সভায় উপাচার্য বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণে সব রকম ব্যবস্হা গ্রহণ করা হবে এবং কেউ কোন অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে আইনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
বেরোবি শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য বেশ সুনাম অর্জন করেছে। আশা করছি এবারও তা অক্ষুন্ন থাকবে।
জেলা প্রশাসক বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে রংপুর নগরীতে আসা শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দে এবং নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি তার বক্তব্যে আরো জানান, ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হবে ভর্তি পরীক্ষার সময়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.