ব্রজ- গৌরলীলার মহামিলনময় বিগ্রহ মহাবতারী শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫ তম মহামাঙ্গলিক আবির্ভাব তিথি স্মরণে শ্রীশ্রী বন্ধু পরিক্রমা উৎসব

- আপডেট সময় : ০৪:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:সুধী সনাতনী ভক্তবৃন্দ,
আপনাদের জানাই সহৃদয়ে নিমন্ত্রণ ও আমন্ত্রণ।
আগামী ২ ও ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ১৯ ও ২০ আগস্ট ২০২৫ তারিখে
শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫তম মহামাঙ্গলিক আবির্ভাব তিথি উপলক্ষে
“শ্রীশ্রী বন্ধু পরিক্রমা উৎসব ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী।
অনুষ্ঠানসূচিতে রয়েছে-
প্রথম দিন: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২
বিকেল ৩টা: সাংস্কৃতিক অনুষ্ঠান “রাগ অনুরাগ”
বিকেল ৪টা: শ্রীমদ্ভগবত পাঠ পরিবেশনায় – ড. শ্রীমৎ নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী, বিকেল ৫টা: ভাগবতীয় আলোচনা সভা “মঞ্জুহাস্যতাম্”
সন্ধ্যা ৭টা: মহানাম মহাকীর্ত্তণ ও যজ্ঞের শুভ অধিবাস
পৌরোহিত্য: মহানাম সম্প্রদায়
কীর্ত্তন পরিচালনায়: শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ।
দ্বিতীয় দিন: বুধবার, ২০ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২
নিশান্তে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, জাগরণ, মঙ্গলারতি, অষ্টপ্রহরব্যাপী মহানাম মহাকীর্ত্তণ যজ্ঞ
কীর্ত্তন পরিবেশনায়
শ্রীশ্রী গোপীবন্ধু সম্প্রদায় (ফরিদপুর),শ্রীশ্রী মোহন্ত সম্প্রদায় (ফরিদপুর),শ্রীশ্রী বিশ্ববন্ধু সম্প্রদায় (ফরিদপুর)।
শ্রীশ্রী মহানাম সম্প্রদায়
সন্ধ্যায় চৌদ্দ মাদল অভিনব সন্ধ্যারতি কীর্ত্তণ
পরিচালনায় মহানাম সম্প্রদায়, বাংলাদেশ
তৃতীয় দিন: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ নগর সংকীর্ত্তন ও দধি-হরিদ্রার মাধ্যমে পূর্ণাহুতি
অনুষ্ঠানে পরিচালনা
সভাপতি মানব বিশ্বাস, অর্থ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সনাতন মুহুরী, সঞ্চালনায় রূপন কুমার বণিক।
সমস্ত সনাতনী ভক্তবৃন্দকে অনুরোধ জানানো যাচ্ছে— এই মহতী পূণ্য তিথিতে আপনাদের স্ব-গণ উপস্থিতি ও সহযোগিতা প্রদান করে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলুন।
চলুন, আমরা একসাথে মিলিত হই মহানাম মহাযোগে, সৃজনে প্রেম, ভক্তি ও শ্রীশ্রী প্রভুর কৃপাধারায়।
উৎসব অঙ্গণ
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম
বিনাজুরী, রাউজান, চট্টগ্রাম।