বৌদ্ধ ভিক্ষু হয়েও তিনি মানবতার জন্য কাজ করে গেছেন আমৃত্যু

- আপডেট সময় : ০৩:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,রাউজান:-
রাউজান উপজেলার উররকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবির কতৃক প্রতিষ্ঠিত প্রাচীনতম বৌদ্ধ বিহার শান্তিময় বিহারের নবরূপকার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা কর্মবীর অধ্যক্ষ প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের ১৭ তম প্রয়ান দিবস উপলক্ষে ” অষ্টপরিষ্কার দান, সংঘদান ” এবং স্মরণ সভা শান্তিময় বিহারে বিহার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ভদন্ত ধর্মানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যক্তিত্ব পন্ডিত ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ধর্মদর্শন থের। প্রধান ধর্ম দেশকের আসন গ্রহণ করেন আবুরখীল মনো কামনা পূর্ন বুদ্ধ ধাতু যাদীর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ কট্টা পঞা ভিক্ষু।
ধর্মানুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ থের।
স্বাগত বক্তব্য রাখেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন শান্তিময় বিহারের উপাসক দুলাল কান্তি বড়ুয়া।
ধর্ম দেশনা করেন ভদন্ত দেববংশ থের ভদন্ত বুদ্ধানন্দ থের ভদন্ত করুণাপ্রিয় থের ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু ভদন্ত নাগসেন ভিক্ষু ভদন্ত উপতিষ্য ভিক্ষু।
স্মৃতি চারন মুলক বক্তব্য রাখেন শান্তিময় বিহার উপাসক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সলিল বিকাশ বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়া,অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, সহ-সভাপতি বিরু বড়ুয়া প্রমুখ।