বৌদ্ধরা এ দেশের সভ্যতা ও স্বপ্ন বির্নিমানের অংশীদার আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

- আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

মোঃ ইয়াছিন আরাফাত,চট্টগ্রাম প্রতিনিধি:-
আজ ০৭ জুলাই সকালে মুকুট নাইট ধাতু চৈত বিহার পরিদর্শনে এসে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন পটিয়ার মাননীয় সাংসদ। তিনি বলেন, এদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে বৌদ্ধদের অবদান অনস্বীকার্য। তুমি কে, আমি কে, বাঙালি! বাঙালি!! এ স্লোগান এর মধ্যেই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক আদর্শ নিহিত। বৌদ্ধ চর্যাপদ এর ভিত্তি করেই বাংলা ভাষার উৎপত্তি। এ ভাষার জন্য ২১শে ফেব্রুয়ারিতে আমরা রক্ত দিয়েছি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে জাতিসংঘ কতৃক স্বীকৃত বাংলা ভাষা । তাই বৌদ্ধরা এ দেশের সভ্যতা ও স্বপ্ন বির্নিমানের অংশীদার। মাটি খুঁড়লে পাওয়া যাচ্ছে বৌদ্ধ প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি। হাজার বছরের পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের নিদর্শন আমাদের সাবেক পটিয়া তথা আনোয়ারা উপজেলায় সপ্তম ও অষ্টম শতকের বিদ্যাপীঠ।
পাহাড়পুর বিশ্ববিদ্যালয় ওয়াল্ড হেরিটেজ হিসেবে সারা বিশ্বে সমাদৃত। তাই এটিকে বলে সোনার বাংলা। এখনে সকল ধর্মের ঐতিহাসিক ঐতিহ্যের সম্পর্ক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতিসত্তার শেকড় এখান থেকেই সৃস্টি হয়েছিল।
উল্লেখ্য যে, পটিয়া উপজেলাধীন ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট ধাতু চৈত্য বিহারের শত বছরের বুদ্ধ প্রতিবিম্ব ও দান বাক্স গত ১ জুলাই সোমবার গভীর রাতে বিহারের তালা ভেঙ্গে চুরি হয় । তাই পরিদর্শনে আসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয়, এ সময় পটিয়া উপজেলা নেতৃবৃন্দ,ধলঘাটের নেতৃবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। এমপি মহোদয় আরও বলেন, ঘটনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাকে ফোন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ পরামর্শমূলক আলোচনা হয়। যার প্রেক্ষিতে প্রশাসনের বিভিন্ন সেক্টর এ চুরিকৃত মূর্তি উদ্ধার করার জন্য কাজ করছে। আমরা আশাবাদী অচিরেই আলোর মুখ দেখতে পাব। মহামানব সাম্যবাদী বুদ্ধের প্রতিবিম্ব বা ইমেজ বিশ্বশান্তির বার্তা বহন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী ও ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক বড়ুয়া বাবু,পটিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগ নেতা অনুজ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রিটন বড়ুয়া প্রমুখ।