বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

মোঃইয়াছিন আরাফাত চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত মো. সেলিম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো.সেলিম পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, রায় ঘোষণা পর থেকে মো. সেলিম পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি (জিআর-৪৩/২০১৪) মামলায় মো. সেলিমকে ফৌজদারী আপীল মামলা নং ২২৬/২০১৫ এর রায় ও আদেশ মূলে পেনাল কোডের ৩২৬ এবং ৩০৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
























