মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি:-
ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন রতনপুরের মেধাবী শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান (১৭)। সোমবার (৫-ই আগস্ট) বিকেলে ঢাকা মোহাম্মাদ,আদাবর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। সে কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের গোলাম রাজ্জাক এর মেজো ছেলে। স্থানীয়রা জানান, নিহত নাসিব হাসান রিয়ান তিন ভাইয়ের মধ্যে মেজো। তার পিতা ব্যক্তিগত কর্মকর্তা, সচিবের দপ্তর, কৃষি মন্ত্রণালয়।সে খুবই মেধাবী, নম্র ও ভদ্র। সে এইচ এস সি ১ম বর্ষের ছাত্র বি সি আই সি কলেজ মিরপুর,ঢাকা।চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যায়। ঢাকায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এসময় স্বজন, সহপাঠিসহ সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। অকাল মৃত্যুতে গোটা এলাকায় নামে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.