আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতব সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আসিফ হাসানের মাজার জিয়ারত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দ ।
দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের কৃতিসন্তান নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আসিফ হাসানের মাজার ১৭ আগষ্ট শনিবার বেলা ১২ টায় জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক এ, পি,পি, সাংবাদিক এ বি এম, সেলিম, সুপ্রিম কোর্টের এ্যাডঃ এম এ শহিদ হাসান, সাতক্ষীরা জজ কোর্টের এ্যাডঃ নুরুল আমিন, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ আমিনুল ইসলাম, এ্যাডঃ তোহা কামাল উদ্দিন হীরা, এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন, এ্যাডঃ মনিরুল ইসলাম। বীর শহিদ আসিফ হাসানের মাজার জিয়ারত শেষে তার পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা দেন এবং খোঁজ খবর নেন । নেতৃবৃন্দ বলেন আসিফ হাসানের পরিবার যদি মামলা করতে চাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট সকল খরচ দিবে। পরিবারের নিরাপত্তা সহ সকল সহযোগিতা করবে।নেতৃবৃন্দ বলেন বিনা খরচায় আইনী সহায়তা করবে। নেতৃবৃন্দ আরো বলেন কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত দের দ্রুত সুচিকিৎসার ব্যাবস্হার জোর দাবী জানান। খুনী দের গ্রেফতারের জোর দাবী জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.