মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি:-
শুক্রবার (১৬ই আগষ্ট) কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর ঈদগাহ জামে মসজিদে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন ১০নং ধলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আব্দুল করিম।
বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল শহীদের রুহের বিনিময়ে আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুব্দীপুর ঈদগাহ জামের মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল বারী তরফদার, বিএনপি নেতা আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ, আন্তজাতিক ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, বাংলাদেশ জামায়েত ইসলামীর অন্যতম সদস্য আব্দুল মাজেদ, ও আব্দুল খালেক।
মোঃ আব্দুল করিম বিগত সরকারের সময়ে বিএনপি করার কারনে ইউপি নির্বাচনে মানুষের কাছে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে জানান।
সকল শহীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন শহীদীর মর্যাদা নসিব করেন। তাদের সকল শহীদ হওয়া পরিবারের জন্য ও দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুব্দীপুর ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.