আশরাফ, বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে করা হলো মোমবাতি জালিয়ে রবিবার (১১আগস্ট)সন্ধ্যায় আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসব প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম (সাহেদ) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।এসময় অনেক শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে আবু সাঈদ সহ যত শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। নতুন অন্তবর্তী কালীন সরকারের কাছে আমাদের আবেদন, এ হত্যাকাণ্ডে জড়িতদের যেনো আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। আমরা এক নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আগৈলঝাড়া ও গৌরনদীতে কয়েকদিন যাবত ট্রাফিক নিয়ন্ত্রণ,ও বাজার মনিটরিং, সহ নানান কাজ করে মানুষের প্রশংসায় কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.