বেড়িবাঁধহীন কুতুবদিয়ায় জোয়ারের পানিতে প্লাবিত বহু গ্রাম

- আপডেট সময় : ০৮:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারের পানিতেই প্লাবিত হচ্ছে লোকালয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও তীব্র বাতাসে সাগর উত্তাল হয়ে ওঠায় গত শুক্রবার (২৫ জুলাই) অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় গ্রামগুলো তলিয়ে যায়।
আলী আকবর ডেইল ইউনিয়নের সাইট পাড়া, কাজির পাড়া, তেলিপাড়া, জেলে পাড়া, বায়ু বিদ্যুৎ এলাকা এবং আনিচের ডেইলসহ একাধিক গ্রাম পানিতে ডুবে যায়। অনেকের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, প্রতিবারই দুর্যোগে একই পরিস্থিতি তৈরি হয়, কিন্তু স্থায়ী সমাধান মেলে না। এক ক্ষতিগ্রস্ত বলেন,
“আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী পূর্ণিমার জোয়ারে হয়তো আমাদের শেষ আশ্রয়টুকুও থাকবে না।”
স্থানীয়দের দাবি, কুতুবদিয়াকে রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া বিকল্প নেই।