বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গ্রুপ বীমার মৃত্যু দাবির দশ লক্ষ টাকার চেক প্রদান
নিজস্ব প্রতিবেদন
সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে বিদ্যমান গ্রুপ বীমা সুবিধার আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মোঃ আকরাম হোসেন মজুমদার-এর মৃত্যু দাবি বাবদ ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এম. মনিরুল আলম এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোরশেদ যৌথভাবে চেকটি মরহুমের সহধর্মীনির নিকট হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার ড. মোঃ রফিকুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান রফিক আহমেদ, ক্ষুদ্র ঋণ ব্যবসা বিভাগের প্রধান মোঃ মাসুদ রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.