পল্লব স্বর্ণকার-স্টাফ রিপোর্টার খুলনা
খুলনা জেলার জোড়াগেট থেকে নিউমার্কেট পযন্ত পানিতে তলানো এতে গাড়ির ড্রাইভার ও যাএী ভ্রগান্তী প্রহাতে হচ্ছে এতে রোডে যানযট দেখা যাচ্ছে। পথযাএী দের সাথে কথা বলে যানা গেছে একটু বৃষ্টি হলে এই রোড তলিয়ে যায় আমরা প্রচুর ভ্রগান্তি প্রহাতে হয় সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুর খালেক এর নিকট তারা আকুল আবেদন করছে সে যেনো তাদের রোড ঠিক করে দেয় এবং তাদের ভ্রগান্তি প্রহানো থেকে তারা একটু সস্তি পায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.