ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাউজানে সনাতনী সমাজে আলোচিত ব্যক্তিত্ব – সুমন দাশ গুপ্ত গাজীপুর জেলা জয়দেবপুর থানার হোতাপাড়া বিএনপির সমাবেশ সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে মাছ শিকারকালে আটক ৮ রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নদী ভাঙন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বস্তা ডাম্পিং কাজ শুরু শ্যামনগর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শ সভা মায়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়া দুই ভাইবোনের সংগ্রামের গল্প বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ড্যাবের বর্ণাঢ্য র‍্যালী নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের বিষয়ে সোনাগাজীতে রাজনৈতিক ও সাংবাদিক মহলের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

এই মাঝ আষাঢ়ে যে বর্ষণ চলছে, তা সপ্তাহ জুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর তাতে নদীর পানি বেড়ে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

কেন্দ্রের জুলাই মাসের ১০ দিনের বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৭ দিন মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে, এ সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বাড়তে পারে।

উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি সমতল দ্রুত বাড়বে। এর ফলে জুলাইয়ের শুরুর দিকে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে।

সংস্থার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “দেশের উত্তরাঞ্চলে নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল বাড়বে।

“আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়বে।”

এছাড়া দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলাগুলোর নদ-নদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহে বিরাজমান আছে৷ আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে এসব এলাকার নদ-নদীর পানিও সমতল সময় বিশেষ দ্রুত বাড়বে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

এছাড়া উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীলভাবে বাড়ছে। যা আগামী ৪ দিন বাড়তে পারে। তবে এসব অঞ্চলে বিপৎসীমা অতিক্রম করে বন্যার সম্ভাবনা কম বলে জানান নির্বাহী প্রকৌশলী।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে সপ্তাহজুড়ে দেশের সব বিভাগের কিছু-কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “দেশের প্রায় সব বিভাগেই কমপক্ষে ৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।”

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

এই মাঝ আষাঢ়ে যে বর্ষণ চলছে, তা সপ্তাহ জুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর তাতে নদীর পানি বেড়ে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

কেন্দ্রের জুলাই মাসের ১০ দিনের বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৭ দিন মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে, এ সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বাড়তে পারে।

উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি সমতল দ্রুত বাড়বে। এর ফলে জুলাইয়ের শুরুর দিকে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে।

সংস্থার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “দেশের উত্তরাঞ্চলে নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল বাড়বে।

“আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়বে।”

এছাড়া দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলাগুলোর নদ-নদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহে বিরাজমান আছে৷ আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে এসব এলাকার নদ-নদীর পানিও সমতল সময় বিশেষ দ্রুত বাড়বে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।

এছাড়া উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীলভাবে বাড়ছে। যা আগামী ৪ দিন বাড়তে পারে। তবে এসব অঞ্চলে বিপৎসীমা অতিক্রম করে বন্যার সম্ভাবনা কম বলে জানান নির্বাহী প্রকৌশলী।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে সপ্তাহজুড়ে দেশের সব বিভাগের কিছু-কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “দেশের প্রায় সব বিভাগেই কমপক্ষে ৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।”

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।