মোঃ সাগর হুসাইন,বিশেষ প্রতিনিধি,যশোর।
শীতের শুরুতেই বাঁধা কপি কাঁচা বাজারের একাংশ জুড়ে বিস্তার করে থাকে।এবার বৃষ্টির কারনে হয়তো কপি চাষীরা দুশ্চিন্তায় দিন পার করছে।কারণ বাঁধা কপির প্রধান শত্রু বৃষ্টির পানি, বৃষ্টির পানির কারনে কপিতে পচন ধরে। কিন্তু যশোরে নঙ্গরপুর, লেবুতলা,বীরনারায়ন পুর এলাকায় কপি চাষের ব্যাপকতা রয়েছে।এলাগুলো পর্যবেক্ষণ এবং চাষীদের সাথে আলোচনা করে জানা গেছে এই সমস্ত এলাকায় বৃষ্টি প্রভাব থাকলেও কপি চাষে তার প্রভাব তেমন পড়েনি।চাষীরা ধারণা করছে এবার সবার আগে বাজারজাত করার স্বপ্ন দেখছে এই এলাকার চাষীরা। কপির ফলনও দেখারমত মত চাষীরা এবার লাভবান হওয়ার স্বপ্ন দেখছে।
এই এলাকাগুলো থেকে দেশের বিভিন্ন জেলাতে কপি রপ্তানি করা হয়ে থাকে প্রচুর পরিমানে যা পুরো শীতকালজুড়ে বাজারজাত চলমান থাকে।এবার তার বিপরীতে হবে না বলে ধারণা করছে কপি চাষীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.